Vehicle Wrapping Work by Our Team – Graphic Work

কাজটি ছিল খুবই সিম্পল, ডিরেকসন ছিল খুব স্ট্রেট। প্রিন্ট-ও-রামা (Print-O-Rama) USA এর একটি প্রতিষ্ঠান যাদের একটি লোগো এবং কিছু ব্রান্ডিং এর কাজ করতে হবে। লোগোটা হবে আ্যলফাবেটিক (Print-O-Rama) নির্দিস্ট কিছু কালার ব্যাবহার করতে হবে।

 

লোগো এবং ব্রান্ডিং এর কাজ শেষে প্রতিষ্ঠানের কিছু ফোর্ড ফিয়েস্তা গাড়ি রয়েছে তার ব্রান্ডিং / ভিহাইকেল গ্রাফিক্স (Vehicle Wrapও বলে) করে দিতে হবে। সাথে একটি ভ্যান রয়েছে সেটারও কিছু কারুকাজ করে দিতে হবে। প্রতিষ্ঠানটির চাহিদা মতে অনেকগুলা ডিজাইন সাবমিট করা হয়েছে, এর মধ্যে কয়েকটা সবার সাথে শেয়ার করলাম।

ছবিগুলো দেখে ভাবছিলাম আমাদের দেশের বাস/পাবলিক ট্রান্সপোর্টগুলোতে যদি এরকম ভিহাইকেল গ্রাফিক্স করা থাকত তবে মন্দ হত না কি বলেন? সাথে সাথে রাস্তা ঘাটও আরও সুন্দর পরিস্কার মনে হত…🙂

 

#logo #design #graphicdesign #art #branding #designer #graphicdesigner #logodesigner#webdesign #dise #logodesinger #photography

Leave a Comment