Our recently designed & developed 4 Web Applications
আমরা প্রথম দিকে শুধুমাত্র ওয়েবডিজাইনিং এর কাজ করতাম। সেভাবে চিন্তা করলে আমার জীবনের প্রথম প্রফেসন ছিল ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার। পরবর্তিতে ক্লাইন্টের চাহিদা, সময় উপযোগী, ইত্যাদি ব্যাপার মাথায় রেখে একে একে যুক্ত করা হয়েছে অনেক ধরনের সার্ভিস।
বর্তমানে আমরা তিনটি সার্ভিস নিয়ে বেশি কাজ করছিঃ
- ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপ
- অনলাইন মার্কেটিং (SEO)
- অ্যাফিলিয়েট / সিপিএ
মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা গেল ২টি বছরে অর্থশতাধিক ওয়েব-সাইট এর কাজ করেছি এবং আল্লাহ এর রহমতে এখনও সেই ওয়েব-সাইটের ডিজাইন কিংবা ডেভেলপমেন্টের কাজ চলছে। নিম্নে সদ্য ডিজাইন করা ৪টি চার ধরনের ওয়েব-সাইটের স্ক্রিন্সট শেয়ার করলাম,
১। ইকমার্স বা অনলাইন শপ,
২। অনলাইন নিউজ পোর্টাল,
৩। প্রাতিষ্ঠানিক বা স্ট্যাটিক ওয়েবসাইট এবং
৪। ওয়েব এপ্লিকেশন।
Our recently designed & developed 4 Web Applications